একাকী গভীর রাতে
তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসে না
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানে না
হৃদয়ের আছে যতো চাওয়া
চাইলেই হয় নাতো পাওয়া
সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে
পাইনা মনে সান্তনা
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানে না
কখনো ফিরে কি পাবো না
হারানো তোমার ঠিকানা
সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে
শেষ দেখা দেখে কি যাবে না
যায় কষ্টে বুকটা ফেটে
অশ্রু আমার বাঁধা মানে না
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন,
আমি নিঃস হলাম, ভালোবাসা হারালাম
ভালোবেসে কি পেলাম,,,??
ও পাষানী বলে যাও কেনো ভালোবাসোনি,
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি,,,,
স্বপ্ন আমার ভেঙে গেলো হায়
তোমার’ই প্রবঞ্চনায়,
সেই হারানো প্রেম তুমি
দাও ফিরিয়ে আমায়,
ও পাষানী বলে যাও কেনো ভালোবাসোনি,
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি,,,,
পুরোনো কথা মনে পড়ে যায়
মন ভাঙার বেদনায়,
কেনো ভুলেছো আমাকে
আমি ভুলিনি তোমায়,
ও পাষানী বলে যাও কেনো ভালোবাসোনি,
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি,,,,
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে,
সময় আমার কাটে না।
চাঁদ কেন আলো দেয় না? পাখি কেন গান গায় না?
তার কেন পথ দেখায় না? তুমি কেন কাছে আস না।।
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়,
পাখির মৃদু কন্ঠে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়।
এ শরৎ-এর সন্ধ্যায় তুমি নেইবলে সময় আমার কাটে না।
ঘাসফুল কেন ফোটে না? ছুঁয়ে ছুঁয়ে যায় না? মেঘের ভেলায় ভাসি না?
হেসে তুমি কেন আসোনা?
ঝরে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়,
হৃদয়ে যত অনুভূতি আছে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়।
এ বসন্তের-ই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না।
ফুলগুলি কেন হাসে না? হৃদয় দোলা দেয় না? আবেশে জড়ায় না।
তুমি কেন কাছে আসোনা?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে,
সময় আমার কাটে না।
চাঁদ কেন আলো দেয় না? পাখি কেন গান গায় না?
তার কেন পথ দেখায় না? তুমি কেন কাছে আস না?
ধ্বংসযজ্ঞ মতিভ্রমে নগ্ন-
জন্ম-মৃত্যু কথা দিয়ে ভঙ্গ।
উত্তাল তরঙ্গে ওড়ে মুক্ত ভুজঙ্গ-
রঙ্গমঞ্চে রক্তপাত সংজ্ঞাহীন অব্দ।
ছায়া কই? কায়া নেই, ভীত হিয়া হায়া
নেই,
ভোঁতা সুখ মায়া হয়, লীলা খেলা ইতি
যায়।
লীলা খেলা ইতি যায় ধ্যানে হয়
জ্ঞ্যানে হয়,
ধর্মে-বর্ণে-চর্মে নয়, মিশ্রবোধ
ধোঁয়াময়।
ঘুরছে মাথা ক্ষ্যাপা-তিতা বাড়ছে,
হৃদকম্পন;
মৃদুমন্দ উষ্ণ হাওয়া (চলে) স্মৃতির
রোমন্থন!
(এই) মিথ্যে করুণা-মিথ্যে বাসনা,
জীবন বাতিটা কে জ্বালায়!!??
পাকাতে-কাঁপাতে, উঁচিয়ে-ঝাঁকিয়ে,
হাসিতে-ফাঁসিতে দেবো রাঙায়…
যখন’ই ভাবি আমি তোমার কথা,
তোলপাড় করে বুকে বিষন্নতা,
একা থাকার ব্যাথা আগে বুঝিনি;
ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি
চোখের আড়াল হয়েছো তুমি,
কখনো ফিরে আসোনি,
এভাবে হারালে কেনো বলে যাওনি;
ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি
সুখের প্রহর ফুরিয়ে গেছে,
দুঃখ কে ঘিরে রাখি,
তুমি ছাড়া কি করে থাকি একাকী;
ও সজনী,কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি
যখন’ই ভাবি আমি তোমার কথা,
তোলপাড় করে বুকে বিষন্নতা,
একা থাকার ব্যাথা আগে বুঝিনি;
ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি
প্রতিদিন’ই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি
প্রতি রাতে তোমায় ভেবে, একা একা আমি কাঁদি
নেই নেই তুমি কাছে, যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো, ও’পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন’ই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি,,,,
এক জীবনে এত জালা সইবো আমি কেমন করে
আর কত কাল ব্যাথার স্মৃতি রাখবো আমি বুকে ধরে,
নেই নেই তুমি কাছে, যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো, ও’পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন’ই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি,,,,
ভুল করিনি ভালোবেসে তবু তুমি ভুলে গেলে
সপ্ন দেখার আগেই কেনো সপ্ন তুমি ভেঙে দিলে,
নেই নেই তুমি কাছে, যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়;
বাঁচবো না মরে যাবো, ও’পারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়,,,,
প্রতিদিন’ই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি,,,,
Nulla eu lectus nec justo vulputate molestie vitae quis dui. Suspendisse lobortis massa nunc, at blandit libero venenatis eget. Vivamus venenatis massa ultricies, feugiat orci ac, pulvinar dolor.
Read moreLoading...